জাতীয় উদ্যান কী?

জাতীয় উদ্যান(National Park)একটি সুবিস্তৃত অঞ্চল যেখানে মনোরম প্রাকৃতিক দৃশ্য, বৃক্ষরাজি বা বন্যপ্রাণি সংরক্ষণ করা হয়। অবসর সময়ে চিত্তবিনোদনের জন্য সাধারণত জাতীয় উদ্যান তৈরি করা হয়। কিন্তু তারপরও এর ঐতিহাসিক বা বৈজ্ঞানিক গুরুত্ব থাকে। বিশ্বের অনেক দেশে বিখ্যাত বিখ্যাত জাতীয় উদ্যান আছে। যেমন- উলুরুকাটা জুতা অস্ট্রেলিয়ার বিখ্যাত উদ্যান। আফ্রিকার ক্লিমানজারোর পাদদেশে অ্যাম্বোসেলি। তবে পৃথিবীতে প্রথম জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত হয় ১৮৭২ সালে যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমের ইয়েলোস্টোন।

বাংলাদেশের জাতীয় উদ্যান

বাংলাদেশের জাতীয় উদ্যান বলতে বোঝানো হয় মনোরম ও প্রাকৃতিক সৌন্দর্যবিশিষ্ট অপেক্ষাকৃত বৃহত্তর এলাকা, যার মুখ্য উদ্দেশ্য প্রাকৃতিকভাবে সুন্দর চিত্রানুগ দৃশ্য, উদ্ভিদকুল রক্ষা এবং সংরক্ষণ করা ও যেখানে বিনোদন, শিক্ষা এবং গবেষণার জন্য জনসাধারণের প্রবেশ অনুমতি দেওয়ার ব্যবস্থা থাকে। বাংলাদেশের, রাষ্ট্রীয়ভাবে ঘোষিত জাতীয় উদ্যানটি হলো “ভাওয়াল জাতীয় উদ্যান”

বাংলাদেশে মোট ১৭টি উদ্যানকে “জাতীয় উদ্যান” ঘোষণা করা হয়েছে। কোথায় কোন উদ্যান অবস্থিত তা মনে রাখারা চেষ্টা করবেন। জাতীয় উদ্যানগুলোর মধ্যে অন্যতম হল-

১। কুয়াকাটা জাতীয় উদ্যান পটুয়াখালী
২। নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান নোয়াখালী
৩। ভাওয়াল জাতীয় উদ্যান গাজীপুর
৪। মধুপুর জাতীয় উদ্যান টাঙ্গাইল,ময়মনসিংহ
৫। রামসাগর জাতীয় উদ্যান দিনাজপুর
৬। লাউয়াছড়া জাতীয় উদ্যান মৌলভীবাজার
৭। সিংড়া জাতীয় উদ্যান দিনাজপুর
৮। হিমছড়ি জাতীয় উদ্যান কক্সবাজার

Add a Comment