গণপরিষদ আদেশ

১৯৭০ এর নির্বাচনের নির্বাচিত সকল সংসদ সদস্য এবং প্রাদেশিক সদস্যদের সমন্বয়ে গণপরিষদ গঠিত হয়। রাষ্ট্রপতি বিচারপতি আবু সাইদ চৌধুরী ১৯৭২ সালের ২৩শে মার্চ গণপরিষদ আদেশ জারি করেন। এবং তা ১৯৭১ সালের ২৬শে মার্চ থেকে কার্যকরী বলে ঘোষিত হয়।

এই আদেশ বলে,৭ ও ১৭ ডিসেম্বর, ১৯৭০ সালের নির্বাচনের জাতীয় এবং প্রাদেশিক পরিষদের নির্বাচিত ৪৬৯ এর (জাতীয় পরিষদে ১৬৯ জন আর প্রদেশিক পরিষদে ৩০০ জন) মধ্যে ৪০৩ জন নিয়ে গণপরিষদ গঠিত হয়। কারণ ৪৬৯ জনের ভিতর ১২ জন মুক্তিযুদ্বের সময় নিহত হন,দালালির অভিযোগে অভিযুক্ত ছিলেন ৫ জন। দুর্নীতির জন্য আওয়ামী লীগ থেকে বহিস্কৃত হন ৪৬ জন জন এবং ২ জন পাকিস্তান সরকারে প্রতি আনুগাত্য স্বীকার করেছিল, আর পররাষ্ট্রে মন্ত্রণালয়ে চাকুরী নেন একজন, মোট ৬৬ জন অনুপস্থিত থাকেন। তাই গণপরিষদের মোট সদস্য সংখ্যা ৪০৩ জন।

৪০৩ জনের ভিতর ৪০০ জন ছিলেন আওয়ামী লীগের আর ১ ছিলেন ন্যাপের আর ২ জন ছিলেন নির্দলীয়। গণপরিষদের প্রথম অধিবেশন বসে ১০ এপ্রিল, ১৯৭২। অধিবেশনের সভাপতি ছিলেন মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ। প্রথম অধিবেশনের শুরুতে স্পীকার ও ডেপুটি স্পীকার হন নির্বাচিত হন শাহ আব্দুল হামিদ এবং মোহাম্মদ উল্ল্যাহ
১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে তাঁদের প্রণীত সংবিধান কার্যকর হলে গণপরিষদ ভেঙ্গে যায়।