হুমায়ূন আহমেদ

হুমায়ুন আহমেদ ১৩ই নভেম্বর ১৯৪৮ সালে নেত্রকোণার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ফয়জার রহমান আহমেদ এবং মায়ের নাম- আয়শা ফয়েজ। তাঁর অনুজ মুহম্মদ জাফর ইকবাল দেশের একজন বিজ্ঞান শিক্ষক এবং কথাসাহিত্যিক; সর্বকনিষ্ঠ ভ্রাতা আহসান হাবীব রম্য সাহিত্যিক এবং কার্টুনিস্ট। হুমায়ুন আহমেদ ১৯৬৫ সালে বগুড়া জেলা স্কুল থেকে মাধ্যমিক ও ১৯৬৭ সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। ১৯৭০ ও ১৯৭২ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা দিয়ে তাঁর কর্মজীবন শুরু হয়। কিন্তু সাহিত্য চর্চার জন্য অধ্যাপনা থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। তিনি কথা সাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা হিসেবে বিপুল খ্যাতি অর্জন করেন। তিনি প্রায় দুই শতাধিক গ্রন্থ রচনা করেন। তাঁর রচিত উল্লেখযোগ্য উপন্যাস : নীল অপরাজিতা, প্রিয়তমেষু, জয়জয়ন্তী, শঙ্খনীল কারাগার (দ্বিতীয় গ্রন্থ ), অয়োময়ো, এলেবেলে, নন্দিত নরকে(প্রথম উপন্যাস ), মধ্যাহ্ন(ঐতিহাসিক প্রেক্ষাপটে রচিত), জোছনা ও জননীর গল্প(বাংলাদেশের মুক্তিযুদ্ধ অবলম্বন করে রচিত), মাতাল হাওয়া ইত্যাদি।

তাঁর নির্মিত উল্লেখযোগ্য চলচ্চিত্র: শঙ্খনীল কারাগার, আগুনের পরশমণি (৩৯তম বিসিএস প্রিলিমিনারি) , শ্যামল ছায়া(বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে), শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারী , চন্দ্রকথা, নয় নম্বর বিপদ সংকেত, দারুচিনি দ্বীপ, আমার আছে জল, ঘেটুপুত্র কমলা ইত্যাদি।

মুক্তিযুদ্ধভিত্তিক ও রাজনৈতিক উপন্যাসঃ সৌরভ, আগুনের পরশমণি, অনিল বাগচীর একদিন, ১৯৭১, শ্যামল ছায়া, জোছনা ও জননীর গল্প ।

তাঁর অন্যতম টেলিভিশন ধারাবাহিক – এইসব দিন রাত্রি, বহুব্রীহি, কোথাও কেউ নেই, নক্ষত্রের রাত, অয়োময়, আজ রবিবার, সবুজ সাথী, উড়ে যায় বকপঙ্খী, এই মেঘ এই রৌদ্র।

তিনি একুশে পুরস্কারসহ অসংখ্য পুরস্কার লাভ করেন।
ক্লোন ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই তারিখে এই নন্দিত লেখক মৃত্যুবরণ করেন।

Add a Comment