কাজী নজরুল ইসলামের প্রথম রচনা

বিগত সালের BCS Preliminary- তে এখান থেকে প্রশ্ন এসেছে টি।

  1. প্রথম প্রকাশিত রচনা হল বাউন্ডেলের আত্মকাহিণী নামক একটি গল্প। (২২তম বিসিএস প্রিলিমিনারি) ১৯১৯ সালে সওগাত পত্রিকায় প্রকাশিত হয়।
  2. প্রথম গল্পঃ হেনা
  3. প্রথম প্রকাশিত গল্প গ্রন্থঃ ব্যথার দান (ফেব্রুয়ারী ১৯২২)
  4. প্রথম কবিতাঃ প্রথম রচনা ক্ষমা নামক একটি কবিতা, পরবর্তীতে এটি বঙ্গীয় সাহিত্য পত্রিকা থেকে ১৯১৮ সালে “মুক্তি” নামে প্রকাশ করা হয়।
  5. প্রথম কাব্যঃ অগ্নিবীণা (১৯২২ সালের অক্টোবর) (২০তম বিসিএস প্রিলিমিনারি)
  6. প্রথম উপন্যাসঃ বাঁধন হারা
  7. প্রথম নাটকঃ ঝিলিমিলি
  8. প্রবন্ধঃ তুর্কি মহিলার ঘোমটা খোলা (সওগাত পত্রিকায়)
  9. সম্পাদিত পত্রিকাঃ ধুমকেতু

অগ্নিবীণা(১৯২২) কাব্যগ্রন্থে ১২টি কবিতা আছেঃ প্রলয়োল্লাস, বিদ্রোহী, রক্তাম্বর-ধারিণী মা, আগমনী, ধুমকেতু, কামাল পাশা, আনোয়ার, রণভেরী, শাত-ইল-আরব, খেয়াপারের তরণী, কোরবানী, মহররম।

বিদ্রোহী কবিতাটি প্রথম প্রকাশিত হয় সাপ্তাহিক ‘বিজলি’ পত্রিকায়।

নোটঃ রক্তাম্বর ধারিণী মা কবিতাটি ১৩২৯ বঙ্গাব্দে ভাদ্র মাসে “ধুমকেতু” পত্রিকায় প্রকাশিত হয়। এই কবিতায় কবি দুর্গার অসুর বিনাশী মূর্তির আহবান করেছেন। কবিতাটিতে প্রচ্ছন্ন রাজনৈতিক চেতনা থাকায় তা নিষিদ্ধ করা হয়।

বাঁধনহারা বাংলা উপন্যাস সাহিত্যের প্রথম পত্রোপন্যাস। এর পত্রগুলো ‘মোসলেম ভারত’ পত্রিকায় প্রকাশিত হয়। এতে ১৮টি পত্র আছে। পত্রগুলোর লেখক-লেখিকা ৯ জনের মধ্যে ৬ জনই নারী। এর প্রধান চরিত্র নুরুল হুদা। কাজী নজরুল ইসলাম এটি উৎসর্গ করেছিলেন সাংবাদিক, সাহিত্যিক নলিনীকান্ত সরকার কে।

Add a Comment