কাজী নজরুল ইসলাম এর বাংলাদেশ যাত্রা

জাতীয় কবির মর্যাদা ১৯৭২ সালে ২৪ মে।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি দেয়া হয় ১৯৭৪ সালে ৯ ডিসেম্বর।

নাগরিকত্ব দেয়া হয় -১৯৭৬ সালে ২৮ ফেব্রুয়ারি।

একুশে পদক দেয়া হয় -১৯৭৬ সালে।

মৃত্যুও হয় -১৯৭৬ সালের ২৯ আগষ্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহী মসজিদ প্রাঙণে তিনি চির নিদ্রায় শায়িত আছেন।

বাংলাদেশের রণ সঙ্গীত

চল চল চল!
ঊর্ধ্ব গগনে বাজে মাদল
নিম্নে উতলা ধরণি তল,
অরুণ প্রাতের তরুণ দল
চল রে চল রে চল
চল চল চল।।

১৯২৮ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নজরুল মুসলিম সাহিত্য সমাজের ২য় বার্ষিক সম্মেলনের উদ্দেশ্যে ঢাকায় আসেন। ঢাকায় সৈয়দ আবুল হোসেনের বাসভবনে অবস্থানকালে তিনি এই গানটি রচনা করেন। গানটি “নতুনের গান” শিরোনামে প্রথম প্রকাশিত হয়, ঢাকা মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র- শিখা পত্রিকায়। পরে এটি সন্ধ্যা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয়।

One Comment

Add a Comment