বিজয়গুপ্ত

বিজয়গুপ্ত মণসামঙ্গল ধারার প্রথম উল্লেখযোগ্য কবি। তাঁর মনসামঙ্গল (বা পদ্মপুরাণ) বাংলার জনপ্রিয় কাব্য গুলির মধ্য অন্যতম। বিজয়গুপ্তের পূর্বে আমরা পাই আদি মঙ্গল কবি কানাহরি দত্তবিপ্রদাস পিপলাইকে

সমালোচক অসিতকুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন, “দেবীর মহিমা প্রচারের জন্য বিজয়গুপ্ত চাঁদের চরিত্রটির পরিণতি নষ্ট করিয়া কাব্যের ভরাডুবি করিয়াছেন।” তবে এ ত্রুটি সামান্যই । আশুতোষ ভট্টাচার্য বিজয়গুপ্তের যথার্থ মূল্যায়ণ করেছেন এই বলে, “বিজয়গুপ্ত দেবতার মাহাত্ম্য রচনা করেন নাই, মানবেরই মঙ্গলগান গাহিয়াছেন।”

বিজয়গুপ্ত পদ্মপুরাণ আলাউদ্দিন হোসেন শাহের আমলে রচনা করেন।

বিজয় গুপ্ত কানা হরিদত্তের বদনাম করে বলেছেন-

“মুর্খে রচিল গীত, না জানে বৃত্তান্ত।
প্রথমে রচিল গীত, কানাহরি দত্ত।”

এখানে গীত মানে মনসামঙ্গল কাব্য। এখানে বিজয়গুপ্ত কানা হরিদত্তকে মূর্খ ও ছন্দ জ্ঞানহীন বলেছেন।

Add a Comment