দৌলত উজির বাহারাম খান

দৌলত উজির বাহরাম খান (আনুমানিক ১৬শ শতক) মধ্যযুগীয় বাংলা কবি। তার প্রকৃত নাম ছিল আসা উদ্দীন। জন্ম চট্টগ্রাম জেলার ফতেয়াবাদ কিংবা জাফরাবাদে। (৩৮তম বিসিএস প্রিলিমিনারি) তাঁর পিতা মোবারক খান ছিলেন চট্টলাধীপতির উজির (মন্ত্রী)। তাঁর প্রসিদ্ধ সাহিত্যকর্ম হচ্ছে লায়লী-মজনু এবং ইমাম বিজয়।

ইমাম বিজয় কারবালার বিষাদময় কাহিনী অবলম্বনে রচিত। এটি মর্সিয়া ধারার জঙ্গনামা কাব্য।

Add a Comment