সমোচ্চারিত শব্দ (ভ ম)

ভান – দীপ্ত, শোভা ভাণ – ছল
ভারি – খুব ভারী – বেশী ওজনের
ভার – বোঝা ভাঁড় – বিদূষক/ হালকা ঠাট্টা পরিহাস করতে ভালোবাসে এমন লোক।
ভাষণ – উক্তি, কথন ভাসন – দীপ্ত
ভাষ – কথা ভাস– দীপ্তি
ভাড়া– মাশুল ভারা – উচ্চ স্থানে কাজ করার মাচান
ভিত – বুনিয়াদ ভীত– শঙ্কিত
ভুঞ্জন – ভোগ করা ভঞ্জন – নিবারণ, নিরসন
ভোজন – আহার ভজন – আরাধনা
মতি – বুদ্ধি মোতি – মুক্তা
মন – চিত্ত মণ – চল্লিশ কেজি
মরা – মৃত্যু বরণ করা মড়া – লাশ
মহিত – পূর্জিত মোহিত – মুগ্ধ
মানি – মান্য করা মানী – সম্মান যোগ্য
মারি – প্রহার করি মাড়ি – দন্ত মূলের মাংস
মার – প্রহার মাড় – ভাতের ফেন
মাস – ত্রিশ দিন মাষ – কালাই
মিলন – সংযোগ মীলন – মুদ্রণ
মুখপত্র – ভূমিকা মুখপাত্র – প্রতিনিধি
মুখ – বদন মুক – বোবা
মুর্খ – জ্ঞানহীন মুখ্য– প্রধান
মেদ – চর্বি মেধ – যজ্ঞ
মোরা – আমরা মোড়া – বেত দিয়ে তৈরী আসন
মোর – আমার(কবিতায়) মোড় – বাঁক
মোড়ক – আচ্ছাদনী মড়ক – মহামারী

Add a Comment