সমোচ্চারিত শব্দ (ট ড ত)

টিকা – কয়লার গুঁড়া দিয়ে প্রস্তুত টিকা টীকা – সংক্ষিপ্ত ব্যখ্যা
টেকা – স্থায়ী হওয়া টেক্কা – তাস, প্রতিযোগিতায় কাউকে হারিয়ে দেওয়া
ডুলি – দোলা ঢুলি -ঢোল বাদক
তত্ত্ব – গূঢ় অর্থ তথ্য – সংবাদ
তদীয় – তার ত্বদীয় – তোমার
তন্ত্রী – তাঁতি, বীণার তার তন্ত্র – শাস্ত্র, বিদ্যা
তপসি – ছোট মাছ বিশেষ তপস্বী – যে তপস্যা করে
তরণী – নৌকা তরুণী – যুবতি
তরা – পার হওয়া ত্বরা – শীঘ্র
তারা – নক্ষত্র তাড়া – তাগিদ
তীর – কূল তির – বর্শা
তুণ্ড – মুখ তুন্দ – জঠর
তুলা – তুলনা তূলা – কার্পাস তূলা
তোরা – তুচ্ছার্থে তোমরা তোড়া – স্তবক, গুচ্ছ
ত্বরিত – দ্রুত তড়িৎ – বিদ্যুৎ
তৈরি– ক্রিয়াপদ তৈরী – বিশেষণ পদ, যেমন তৈরী পোশাক

Add a Comment