সমোচ্চারিত শব্দ (ক, খ)

কটি – কোমর কোটি – শত লক্ষ
কতক – কিছু কথক – বক্তা
কপাল – ললাট কোপল – গণ্ডদেশ
কবরী – খোঁপা করবী – ফুল বিশেষ
কমল – পদ্ম কোমল – নরম
করা – ক্রিয়া করা কড়া– কঠিন
করি – ক্রিয়া বিশেষ কড়ি – প্রাচীন মুদ্রা বিশেষ
করি – সম্পন্ন করা করী -হাতি
কাঁচা – অপরিপক্ব কাচা – পরিষ্কার বা ধোয়া
কাঁটা – কণ্টক কাটা – কর্তন করা
কাদা – কদৃম কাঁদা – ক্রন্দন
কারা – কাহারা কাড়া – ছিনতাইল করা
কালি – লেখার কালি কালী – কালী দেবী
কাল – সময় কাল – কৃষ্ণ
কি – প্রশ্নবোধক অব্যয় কী – বিশেষণ বা সর্বনাম
কুজন – পাখির ডাক কু-জন – অসৎ লোক
কুট – পর্বত কূট – কপট
কুল – বংশ, ফল বিশেষ কূল – নদীর তীর
কৃতি – কর্ম, রচনা কৃতী – কৃতকার্য, কর্ম কুশল , নিপুণ
কৃত্তিবাস – মহাদেব কৃর্তীবাস – যশস্বী
কৃত্ত – ছিন্ন কৃত্য – কর্তব্য
কেন্দ্রাতিগ – কেন্দ্র হতে দূরে কেন্দ্রাভিগ – কেন্দ্রের দিকে
কোণ– জ্যামিতির কোণ কোন – কোন কিছু
ক্রীত – যা ক্রয় করা হয়েছে কৃত– যা করা হয়েছে
ক্রোড় – কোল ক্রোড় – কোটি ক্রুর – নিষ্ঠুর
খর – তীব্র খড়– বিচালি
খাটো – বেঁটে, খর্ব খাট – চৌকি
খাদি – খদ্দর খাদী – ভক্ষক
খুর – পশুর পায়ের তলদেশ ক্ষুর– চুল, দাড়ি কামাবার অস্ত্র বিশেষ
খোদ – স্বয়ং খুদ – চাউলের কণা

Add a Comment