সমোচ্চারিত শব্দ (আ)

আত্ন – স্বয়ং আত্ত – গৃহীত
আদাড় – আস্তা কুঁড়, আধার – পাত্র আঁধার – অন্ধকার
আদি – মূল আধি – মনঃকষ্ট আঁধি – প্রবল ঝর
আপণ– দোকান আপন – নিজের
আপ্ত – সত্য, অভ্রান্ত আর্ত – পীড়িত
আবরণ – আচ্ছাদন আভরণ – অলংকার
আবাস – বাসস্থান আভাস – ইঙ্গিত আভাষ – আলাপ, ভূমিকা
আবৃত্তি – সরব পাঠ আবৃতি – আবরণ, বেষ্টন
আমরা – আমি শব্দের বহুবচন আমড়া – অম্ল জাতীয় ফল বিশেষ
আরে – বিস্ময় আড়ে – আড়ালে
আর – এবং আড় – বাঁকা
আশা – ভরসা আসা – আগমন
আশি – ৮০ সংখ্যা আসি – আগমন করা
আষাঢ় – মাসের নাম আসার – বৃষ্টি
আসক্তি – অনুরাগ আসত্তি – নৈকট্য
আস্তিক – স্রষ্টায় বিশ্বাসী আস্তীক – নাম বিশেষ
আহূতি – আমন্ত্রণ আহুতি – হোম

Add a Comment