বাক্য সংকোচন(য-৩)

যা খাওয়ার যোগ্য- খাদ্য
যা খুব শীতল বা উষ্ণ নয়- নাতিশীতোষ্ণ
যা গমন করতে পারে না – নগ (পাহাড়)
যা ঘটবেই – অবশ্যম্ভাবী/ ভবিতব্য
যা ঘুমিয়ে আছে – সুপ্ত
যা চিন্তা করা যায় না- অচিন্তনীয়, অচিন্ত্য
যা চিবিয়ে/চর্বণ করে খেতে হয়- চর্ব্য
যা চিরস্থায়ী নয়- নশ্বর (১৬তম বিসিএস প্রিলিমিনারি)
যা চুষে খাবার যোগ্য- চোষ্য
যা চেটে খাবার যোগ্য- লেহ্য
যা জলে ও স্থলে চরে- উভচর
যা জলে চরে -জলচর
যা জল দেয়- জলদ (মেঘ)
যা দমন করা কষ্টকর- দুর্দমনীয়
যা দমন করা যায় না- অদম্য
যা দীপ্তি পাচ্ছে- দেদীপ্যমান
যা দীর্ঘকাল ধরে চলে আসছে- চিরন্তন
যা ধারণ বা পোষণ করে- ধর্ম
যা নিজের দ্বারা অর্জিত- স্বোপার্জিত
যা নিবারণ করা কষ্টকর- দুর্নিবার
যা পশুর উপযুক্ত- পাশবিক
যা পানের অযোগ্য- অপেয়
যা পান করতে হয়/পান করার যোগ্য- পেয়
যা পিশাচের উপযুক্ত- পৈশাচিক
যা পুনঃ পুনঃ দীপ্তি পাচ্ছে- দেদীপ্যমান
যা পুনঃ পুনঃ দুলছে- দোদুল্যমান
যা পূর্বে কখনো হয় নি- অভূতপূর্ব
যা পূর্বে চিন্তা করা যায় নি- অচিন্তিতপূর্ব
যা পূর্বে ছিল এখন নেই- ভূতপূর্ব (১৩তম বিসিএস প্রিলিমিনারি)
যা পূর্বে দেখা যায় নি – অদৃষ্টপূর্ব
যা পূর্বে শোনা যায় নি- অশ্রুতপূর্ব
যা প্রকাশ করা হয় নি- অব্যক্ত
যা প্রতিরোধ করা যায় না- অপ্রতিরোধ্য
যা প্রমাণ করা যায় না- অপ্রমেয়
যা বচন / বাক্যে প্রকাশযোগ্য নয়- অনির্বচনীয়
যা বপন করা হয়েছে- উপ্ত
যা বলতে হবে- বক্তব্য
যা বলার যোগ্য নয়- অকথ্য
যা বলা হচ্ছে- বক্ষ্যমাণ
যা বলা হয়নি – অনুক্ত (১২তম বিসিএস প্রিলিমিনারি)
যা বলা হয়েছে- উক্ত
যা বহন করা হচ্ছে- নীয়মান
যা বার বার দুলছে- দোদুল্যমান
যা বালকের মধ্যেই সুলভ- বালকসুলভ
যা বিক্রয় করার যোগ্য- বিক্রেয়
যা বিনা যত্নে লাভ করা গিয়েছে- অযত্নলব্ধ
যা ভেদ করা দুঃসাধ্য- দুর্ভেদ্য
যা মর্ম স্পর্শ করে- মর্মস্পর্শী
যা মাটি ভেদ করে ওঠে- উদ্ভিদ
যা মুছে ফেলা যায় না- দুর্মোচ্য
যা লেহন করে খেতে হয়/লেহন করার যোগ্য- লেহ্য
যা শল্য-ব্যথা দূরীকৃত করে- বিশল্যকরণী
যা শুধুমাত্র কথায় প্রকাশ করা হয়- মৌখিক
যা সম্পন্ন করতে বহু ব্যয় হয় -ব্যয়বহুল
যা সহজে অতিক্রম করা যায় না- দুরতিক্রমনীয়/ দুরতিক্রম্য (২০তম বিসিএস প্রিলিমিনারি)
যা সহজে জানা যায় না- দুয়ে
যা সহজে জীর্ণ(হজম) হয়- সুপাচ্য
যা সহজে পরিপাক করতে পারা যায় না- গুরুপাক/ দুষ্পাচ্য
যা সহজে ভেঙে যায়- ভঙ্গুর
যা সাধারণের মধ্যে দেখা যায় না- অনন্যসাধারণ
যা স্থলে চরে- স্থলচর
যা স্থানান্তর করা যায় না – স্থাবর
যা স্থানান্তর করা যায়- অস্থাবর
যা হতে পারে না- অসম্ভব

Add a Comment