বাক্য সংকোচন(ন)

নগরের উপকণ্ঠে- উপনগর
নতুন অন্নের উৎসব – নবান্ন
নতুন বিবাহিত স্ত্রী- নবোঢ়া
নতুন সূর্য- নবারুণ
নদীর বালুকাময় তট- সৈকত
নদী মাতা যে দেশের- নদীমাতৃক
নদী মেখলা( কোমরের অলংকার) যে দেশের- নদীমেখলা
ননদের স্বামী- নন্দাই
নবপ্রসূতা গাভী- ধেনু
নমস্কারের যোগ্য – নমস্য
নলের আকারে জমনো বরফ- কুলপি
নষ্ট হওয়াই স্বভাব যার -নশ্বর (২৫তম বিসিএস প্রিলিমিনারি)
নাই অস্ত্র যাহার- নিরস্ত্র
নাই আকার যাহার- নিরাকার
নাই আবরণ যার- দিগম্বর
নাই ঈমান যার- বেঈমান
নাই উত্তর যাহার- নিরুত্তর
নাই উৎসাহ যাহার- নিরুৎসাহ
নাই কলুষ যাহাতে- নিষ্কলুষ
নাই পক্ষ যার- নিরপেক্ষ
নাই মমতা যার- নির্মম
নাই লজ্জা যাহার- নির্লজ্জ
নাই শঙ্কা যাহার- নিঃশঙ্ক
নাই শোক যার- অশোক
নাই সঙ্কোচ যাহাতে- নিঃসঙ্কোচ
নাই হায়া (লজ্জা) যাহার – বেহায়া
নাটকের পাত্রপাত্রী – কুশীলব
নারীর কটিভূষণ- রশনা
নারীর কোমরবেষ্টনিভূষণ- মেখলা
নারীর লীলাময়ী নৃত্য- লাস্য
নারীর (বিধবা) পুনরায় বিয়ে হয়েছে – পুনর্ভূ
নাসিকা থেকে উচ্চারিত- নাসিক্য
নিকৃষ্ট ব্যক্তি – অজন
নিচে জল আছে যার- অন্তঃসলিলা
নিজেই পতি নির্বাচন করে যিনি – স্বয়ংবরা
নিজেকে পণ্ডিত মনে করে যে- পণ্ডিতস্মন্য
নিজেকে যে নেজেই সৃষ্টি করেছে – সয়ম্ভূ
নিজেকে যে বড়ো মনে করে – হামবড়া
নিজেকে হত্যা করে যে- আত্মঘাতী
নিজের দ্বারা অর্জিত – স্বোপার্জিত
নিতান্ত দগ্ধ হয় যে সময়ে (গ্রীষ্মকাল)- নিদাঘ
নিত্য আনন্দ যার- নিত্যানন্দ
নিন্দার যোগ্য নয় যা- অনিন্দনীয়, অনিন্দ্য
নিন্দা করার ইচ্ছা – জুগুপ্সা
নিন্দিত হয়েছে যা- জুগুপ্সিত
নিবারণ করা যায় না – দুর্নিবার
নিবেদন করা হয় যা- নৈবেদ্য
নিমন্ত্রণ না করা সত্ত্বেও যিনি উপস্থিত – অনাহূত
নির্ভুল মুনিবাক্য – আপ্তবাক্য
নির্মাণ করার ইচ্ছা- নির্মিসা
নিষ্কাশিত সারবস্তু- নির্যাস
নীর(জল) দান করে যে- নীরদ(মেঘ)
নীলবর্ণ বানর – উল্লুক
নীল বর্ণ পদ্ম- ইন্দির
নূপুরের ধ্বনি – নিক্কন
নৌকা চালায় যে- নাবিক
নৌকা দ্বারা জীবিকা নির্বাহ করে যে- নাবিক
নৌ বা নৌকা চলাচলের যোগ্য- নাব্য
ন্যাকার ভাব- ন্যাকামি
ন্যায় শাস্ত্র জানেন যিনি- নৈয়ায়িক

Add a Comment