বাক্য সংকোচন(দ)

দখল করিয়া আছে এমন- দখলদার
দগ্ধ হইতেছে এমন- দহ্যমান
দণ্ড দিবার যোগ্য- দণ্ডনীয়, দণ্ডার্হ
দমন করা কষ্টকর যাকে- দুর্দমনীয়
দমন করা যায় না যাকে- অদম্য
দমন করিবার যোগ্য- দমনীয়
দয়া আছে অন্তরে যাহার- দয়ালু
দরদ আছে অন্তরে যাহার- দরদী
দর্শনশাস্ত্র জানেন যিনি- দার্শনিক
দর্শনের যোগ্য- দর্শনীয়
দর্শন করিবার ইচ্ছা- দিদৃক্ষা
দশ আনন বা মুখ যাহার- দশানন(রাবণ)
দাঙ্গা করে যে- দাঙ্গাবাজ
দাড়ি জন্মায় নাই যাহার – অজাতশ্মশ্রু
দানের বিপরীত- প্রতিদান
দান করার ইচ্ছা- দিৎসা
দাম(দড়ি) উদরে যাহার- দামোদর(শ্রীকৃষ্ণ , শৈশবে দুরন্তপনার জন্য যশোদা উদরে অর্থাত্ কোমরে দাম বা দড়ি বেঁধে রাখতেন বলে)
দারুণ মানসিক দুঃখ- অন্তর্দাহ
দার পরিগ্রহ করেন নি যিনি – অকৃতদার
দিনর আলো ও রাতের অন্ধকারের সন্ধিক্ষণ – গোধূলি
দিনের অপর ভাগ- অপরাহ্ন
দিনের পূর্ব ভাগ- পূর্বাহ্ন পূর্বাহ্ন
দিনের বেলায় দিখেতে পায় না এমন- দিবান্ধ, পেঁচা
দিনের মধ্য ভাগ- মধ্যাহ্ন
দিনের সায় (অবসান) ভাগ- সায়াহ্ন
দিনে একবার মাত্র আহার করেন যিনি- একাহারী
দিবসের প্রথমভাগ- পূর্বাহ্ণ
দিবসের মধ্যভাগ- মধ্যাহ্ন
দিবসের শেষভাগ- অপরাহ্ণ
দীক্ষার যোগ্য- দীক্ষণীয়
দীনের(গরিবের) ভাব- দৈন্য
দীপ্তি পাচ্ছে যা- দীপ্যমান
দীর্ঘ কর্ণ- কর্ণিল
দুঃখের যোগ- দুর্যোগ
দুইবার জন্ম যার- দ্বিজ
দুই দিকে অপ (জল) যার- দ্বীপ
দুই নদীর মধ্যবর্তী স্থান- দোয়াব
দুগ্ধবতী গাভী – পয়স্বিনী
দুদিকে অপ যার- দ্বীপ
দুপ্রকার অর্থ যার- দ্ব্যর্থ, দ্ব্যর্থক
দুয়ের মধ্যে একটি- অন্যতম
দুরথীর যুদ্ধ- দ্বৈরথ
দুষ্কর্মের জন্য উপযু্ক্ত ফল- প্রতিফল
দুষ্কর যেখানে গমন করা- দুর্গম
দুহাতে সমান কাজ করতে পারে যে – সব্যসাচী
দুহিতার পুত্র – দৌহিত্র
দু’বার জন্মে যে- দ্বিজ
দু বার বলা- দ্বিরুক্তি
দূরকে দেখার যন্ত্র- দূরবীন
দূরের ঘটনা দেখা যায় যাতে- দূরদর্শন
দূরে অবস্থিত এমন- দূরবর্তী
দূরে গমন করে যে- দূরগামী
দূর ভবিষ্যতের কথা ভাবিয়া দেখেন না যিনি- অদূরদর্শী
দূর ভবিষ্যৎ দিখেয়া চিন্তাবাবনা করেন যিনি- দূরদর্শী
দৃষ্টির অগোচরে- অদৃশ্য
দেখবার ইচ্ছা- দিদৃক্ষা
দেখার যোগ্য – দ্রষ্টব্য
দেখা গিয়াছে এমন- দৃষ্ট
দেখে চোখের আশা মেটে না যাকে- অতৃপ্তদৃশ্য
দেবতার তুল্য- দেবোপম
দেবতা থেকে উৎপন্ন বা দৈবজাত- আধিদৈবিক
দেশের প্রতি প্রেম আছে যার- দেশপ্রেমিক
দেহ সম্বন্ধীয়- দৈহিক
দৈনন্দিন জীবনের লিখিত বিবরণ- রোজনামচা
দ্বারে থাকে যে- দৌবারিক, দারোয়ান, দ্বারস্থ
দ্বীপের সদৃশ- উপদ্বীপ
দ্বীপে জন্ম হয়েছে যার- দ্বৈপায়ন
দ্রুপদের কন্যা সন্তান – দ্রৌপদী
দ্রুব হয়েছে যা- দ্রবীভূত

Add a Comment