ণিচ্‌ প্রত্যয়

এটি একটি সংস্কৃত প্রত্যয়। যেখানে ণিচ্‌=ই। কর্তা নিজে না করে অন্যের দ্বারা করালে তথা প্রযোজক ক্রিয়ার সঙ্গে এ প্রত্যয় যুক্ত হয়। যেমন-

√চল্ (গমন করা) + ই (ণিচ)= চালি ( আ কারের আগমন)

সং অধি+√ই+ণিচ্‌+অক(ণ্বুল্‌) = অধ্যাপক (অধ্যপক নয়। আ কারের আগমন) পড়ান যিনি( প্রযোজক) ।

অধি+√ই+ণিচ্‌+অন(ল্যুট্‌) = অধ্যাপনা{=পড়ানো(প্রযোজনা)}। অধ্যপনা নয়, আ কারের আগমন ঘটে।

কিন্তু অধ্যয়ন=অধি+√ই+অন(ল্যুট্‌) । দেখা যাচ্ছে যে এখানে ণিচ্‌ প্রত্যয়টি আসেনি তাই তাই আ কারের আগমন ঘটেনি। এবং এটি প্রযোজক ক্রিয়া ও নয়।

ভীষণ = [সং. √ভী + ণিচ্(ই) + অন(ল্যুট)

Add a Comment