বিপরীতার্থক শব্দ (ছ, জ, ঠ)

শব্দবিপরীত শব্দ
ছটফটেশান্ত
ছাড়া ধরা
ছানাধাড়ী
ছেলেবুড়ো
ছেলেমিবুড়োমি
জঙ্গম (২৪তম বিসিএস প্রিলিমিনারি) স্থাবর
জটিল সরল
জড় চেতন
জনাকীর্ণ জনবিরল
জন্মমৃত্যু
জমা খরচ
জয় পরাজয়
জরাযৌবন
জরিমানা বকশিশ
জল স্থল
জলচরস্থলচর
জলে স্থলে
জাগরণ ঘুম/সুপ্ত
জাগরণনিদ্রা
জাগরিত নিদ্রিত
জাগ্রতঘুমন্ত/সুপ্ত
জাতীয় বিজাতীয়
জানাঅজানা
জালআসল
জালিয়াতসজ্জন
জিন্দা মুর্দা
জীবন মরণ
জীবিত মৃত/ হত
জৈবঅজৈব
জোড়বিজোড়
জোয়ার ভাটা
জোর কমজোর
জ্ঞাতঅজ্ঞাত
জ্ঞাতমূলঅজ্ঞাতমূল
জ্ঞানী মূর্খ
জ্ঞেয়অজ্ঞেয়
জ্বলননির্বাপণ
জ্বলন্ত নিভন্ত
জ্যেষ্ঠা কনিষ্ঠা
জ্যোৎস্নাঅমাবস্যা
ঝগড়া ভাব
ঝটিতিবিলম্ব
ঝানু অপটু/আনাড়ী
ঝাপসাপরিষ্কার
ঝুনাকাঁচা
টগবগে মেদা
টাটকা বাসি
টানা পোড়েন
টিমটিম জ্বলজ্বল
টিলাখন্দ
ঠান্ডা গরম
ঠিক বেঠিক
ঠুনকামজবুত
ঠুনকো মজবুত

Add a Comment