দীন, দরিদ্র, দৈন্য, দারিদ্র্য

দীন(বিণ) (উচ্চঃ দিন্‌/দিনো) অমন দীন নয়নে তুমি চেয়ো না। – ‘নয়ন’ কে বিশেষায়িত করছে।
দরিদ্র(বি,বিণ) – দরিদ্রই(বি) নারায়ণ । কর্তা হিসাবে ব্যবহৃত হয়েছে।
কুবের একজন দরিদ্র(বিণ) ব্যক্তি। ‘ব্যক্তি’ কে বিশেষায়িত করছে।
দৈন্য(বি) দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়। – কর্তা হিসাবে ব্যবহৃত হয়েছে
দীনতা(বি) দীনতা প্রশংসনীয় নয়। – কর্তা হিসাবে ব্যবহৃত হয়েছে
দারিদ্র্য(বি) দারিদ্র্য মানুষকে মহান করে। – কর্তা হিসাবে ব্যবহৃত হয়েছে
দরিদ্রতা(বি) দরিদ্রতা দূর করা। – কর্তা হিসাবে ব্যবহৃত হয়েছে
‘দারিদ্রতা’ বলে কোনো শব্দ নেই।
এক কথায় “দিন ও দরিদ্র” ছাড়া বাকি সব বিশেষ্য।

Add a Comment