করণ কারক

বিগত সালের BCS Preliminary- তে এখান থেকে প্রশ্ন এসেছে টি।

করণ শব্দের অর্থ যন্ত্র, সহায়ক বা উপায়। যে উপাদান বা উপায়ে ক্রিয়া সম্পাদন করা হয়, তাকে করণ কারক বলে। ক্রিয়াকে ‘কি দিয়ে, কি দ্বারা, কি উপায়ে’ প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই করণ কারক।

করণ কারকের উদাহরণ
পিয়াল কলম দিয়ে লিখছে। (কী দিয়ে লেখে? কলম দিয়ে) :করণ কারকে তৃতীয়া বিভক্তি

কীর্তিমান হয় সাধনায়। (কী উপায়ে হয়? সাধনায়) : করণ কারকে সপ্তমী বিভক্তি

ডাকাতেরা গৃহকর্তার মাথায় লাঠি মেরেছে। (কী দিয়ে মেরেছে? লাঠি): করণ কারকে শূণ্য বিভক্তি

লাঙ্গল দিয়ে জমি চাষ করা হয়। (কী দিয়ে চাষ করা হয়? লাঙ্গল দিয়ে): করণ কারকে তৃতীয়া বিভক্তি

মন দিয়ে পড়াশুনা কর। (কী উপায়ে/ দিয়ে কর? মন দিয়ে) :করণ কারকে তৃতীয়া বিভক্তি

ফুলে ফুলে ঘর ভরেছে। (কী দিয়ে ভরেছে? ফুলে ফুলে) : করণ কারকে সপ্তমী বিভক্তি

শিকারি বিড়াল গোঁফে চেনা যায়। (কী দিয়ে/ উপায়ে চেনা যায়? গোঁফে): করণ কারকে সপ্তমী বিভক্তি

সাধনায় সব হয়। (কী উপায়ে সব হয়? সাধনায়) : করণ কারকে সপ্তমী বিভক্তি

এ সুতায় কাপড় হয় না। (কী দিয়ে হয় না? সুতায়) : করণ কারকে সপ্তমী বিভক্তি

করণ কারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার

(ক) প্রথমা বা শূণ্য বা অ বিভক্তি

ছাত্ররা বল খেলে। (অকর্মক ক্রিয়া)
ডাকাতেরা গৃহস্বামীর মাথায় লাঠি মেরেছে।
কৃষক লাঙ্গল চষছে।
ঘোড়াকে চাবুক মার। (১২তম বিসিএস প্রিলিমিনারি)

(খ) তৃতীয়া বা দ্বারা বিভক্তি

লাঙল দ্বারা জমি চাষ করা হয়।
আমরা কান দ্বারা শুনি।
মন দিয়া কর সবে বিদ্যা উপার্জন।

(গ) পঞ্চমী বা থেকে বিভক্তি
সন্তান হতে দেশের মুখ উজ্জ্বল হবে।

(ঘ) ষষ্ঠী বা র বিভক্তি

তার মাথায় লাঠির আঘাত করো না।
ইট-পাথরের বাড়ি বেশ শক্ত।
ইটের বাড়ি সহজে ভাঙে না।
কাচের জিনিস সহজে ভাঙে।
জলের লিখন থাকে না।

(ঙ) সপ্তমী বা এ বিভক্তি

ফুলে ফুলে ঘর ভরেছে।
আকাশ মেঘে ঢাকা।
শিকারী বিড়াল গোঁফে চেনা যায়।
জ্ঞানে বিমল আনন্দ লাভ হয়।
কলমে ভালো লেখা হয়/ বেশ লেখা যায়।
নতুন ধান্যে হবে নবান্ন।
হাতে কাজ কর।
‘এত শঠতা, এত যে ব্যথা, তবু যেন তা মধুতে মাখা।’ – নজরুল
লোকটা জাতিতে বৈষ্ণব।
চেষ্টায় সব হয়।
সুতায় কাপড় হয় না।
নিজের চেষ্টায় বড় হও।
বন্যায় দেশ প্লাবিত হলো।
কলমটি সোনায় মোড়া।
টাকায় কি না হয়।

Add a Comment