পংক্তি ও উদ্ধৃতি ১

বিগত সালের BCS Preliminary- তে এখান থেকে প্রশ্ন এসেছে ২৬টি। অতএব বুঝতেই পারছেন এ অংশটি কত গুরুত্বপূর্ণ।

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় একটি- দুটি করে উদ্ধৃতি সব সময়েই থাকে। অধিকাংশই ছোটবেলায় মুখস্ত করা কবিতা থেকে আসে। তবে মাঝে মধ্যে একটু তাল-বেতাল হয়। সে যাই হোক নিচের কবিতাংশগুলো মুখস্ত করে আওড়ালে একদিকে যেমন প্রিলি পরীক্ষায় মার্ক বাড়ার সম্ভাবনা অপরদিকে অন্যের কাছে নিজেকে সাহিত্য সমঝদার হিসবে ও তুলে ধরা যায়!

  1. অবাক পৃথিবী অবাক করলে তুমি, জন্মেই দেখি ক্ষদ্ধ স্বদেশ ভূমি।- সুকান্ত ভট্টাচার্য।
  2. অভাগা যদ্যপি চায় সাগর শুকায়ে যায়- মুকুন্দরাম।
  3. আজি হতে শত বর্ষে আগে, কে কবি, স্মরণ তুমি করেছিলে আমাদের শত অনুরাগে – ১৪০০ সাল, নজরুল ইসলাম।
  4. আজি হতে শত বর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি- ১৪০০ সাল, রবীন্দ্রনাথ ঠাকুর।
  5. আজো আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজো আমি মাটিতে মৃত্যুর নগ্ননৃত্য দেখি। – রুদ্র মোঃ শহীদুল্লাহ।
  6. আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। বড় কে, ইশ্বরগুপ্ত।
  7. আপনাদের সবার জন্য এই উদার আমন্ত্রন ছবির মতো এই দেশে একবার বেড়িয়ে যান। – আবু হেনা মোস্তাফা কামাল।
  8. আপনারে লয়ে বিব্রত রহিতে আসি নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে- কামিনী রায়ের পরার্থে।
  9. আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে।- আবার আসিব ফিরে, জীবনানন্দ দাশ।
  10. আমাদের স্বপ্ন হোক ফসলের সুষম বণ্টন- সমর সেন।
  11. আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। – জসীম উদ্দিন।
  12. আমার ঘরের চাবি পরের হাতে- লালন শাহ (৩৮তম বিসিএস প্রিলিমিনারি)
  13. আমার দেশের পথের ধুলা খাটি সোনার চাইতে খাঁটি – সত্যেন্দ্রনাথ দত্ত।
  14. আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে, হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে- নোলক, আল মাহমুদ।
  15. আমার সন্তান যেন থাকে দুধে ভাতে- ভারতচন্দ্র রায় গুনাকরের অন্নদামঙ্গল কাব্যের। ঈশ্বরী পাটনীর মুখে থেকে ।
  16. আমি এ কথা, এ ব্যথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি। -রবীন্দ্রনাথের এ গানে “নিছনি” পূজা অর্থে ব্যবহার হয়েছে। (৩৭তম বিসিএস প্রিলিমিনারি)
  17. আমি কিংবদন্তীর কথা বলছি, আমি আমার পূর্ব পুরুষের কথা বলছি- আবু জাফর ওবায়দুল্লাহ। (৩৬তম বিসিএস প্রিলিমিনারি)
  18. আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে তুমি কত কষ্ট পাও রোদ, বৃষ্টি, ঝড়ে- স্বাধীনতার সুখ, রজনীকান্ত সেন।
  19. আমি যদি হতাম বনহংস বনহংসী হতে যদি তুমি- আমি যদি হতাম, জীবনানন্দের দাস।
  20. আসাদের শার্ট আজ আমাদের প্রানের পতাকা।- শামসুর রাহমান।
  21. এক খানি ছোট ক্ষেত আমি একেলা – রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী (৩৬তম বিসিএস প্রিলিমিনারি)
  22. এখন যৌবন যার মিছিলে যাবার সময় তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। – হেলাল হাফিজ।
  23. এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান। রবীন্দ্রনাথ ঠাকুর।
  24. এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান- ছাড়পত্র, সুকান্ত ভট্টাচার্য।
  25. ওই দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবীরের রাগে অমনি করিয়া লুটায়ে পড়িতে বড় সাধ আজ জাগে। – কবর, জসীমউদ্দীন।
  26. ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুঝ, আধ-মরাদের ঘা মেরে তুই বাঁচা- সবুজের জভিযান, রবীন্দ্রনাথ ঠাকুর।
  27. কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবেই পৌঁছে ভোরে। – রানার সুকান্ত ভট্টাচার্য।
  28. কবিতায় আর কি লিখব? যখন বুকের রক্তে লিখেছি, একটি নাম, বাংলাদেশ- শহীদ স্মরণে, মোহাম্মদ মনিরুজ্জামান।
  29. করিতে পারি না কাজ/ সদা ভয় সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। কামিনী রায়ের পাছে লোকে কিছু বলে কবিতা।
  30. কাটাকুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা/ দিয়া গেনু ভালে তোর বেদনার টীকা- কাজী নজরুল ইসলাম (২৪তম বিসিএস প্রিলিমিনারি)
  31. কাণ্ডালী এ তরীর পাকা মাঝি মাল্লা দাঁড়ি মুখে সারি গান লা শরিক আল্লাহ- খেয়াপারের তরণী, কাজী নজরুল ইসলাম ।
  32. কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটলো, কেউ কথা রাখে নি- কবি সুনীল গঙ্গোপাধ্যায়।
  33. কেউ মালা কেউ তসবি গলায় তাইতো জাত ভিন্নবলায়- লালন শাহ। (১৭তম বিসিএস প্রিলিমিনারি)
  34. কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ, উদ্যাম বিহনে কার পুরে মনোরথ- কৃষ্ণচন্দ্র মজুমদার। (৩৩তম বিসিএস প্রিলিমিনারি)
  35. কেমনে ধরিব হিয়া? আমার বধূয়া আন বাড়ি যায় আমার আঙিনা দিয়া- চণ্ডীদাস।
  36. কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর; মানুষের মাঝে স্বর্গনরক, মানুষেতে সুরাসুর –শেখ ফজলল করিম
  37. কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল? কোন দেশে, সত্যেন্দ্রনাথ দত্ত।
  38. ক্ষুধার রাজ্য পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি – সুকান্ত ভট্টাচার্য।
  39. গাহি সাম্যের গান/ মানুষের চেয়ে নাই বড় কিছু, নহে কিছু মহীয়ান- কাজী নজরুল ইসলাম।
  40. চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে? কি যাতনা বিষে বুঝিবে সে কিসে কভু আশীবিষে দংশেনি যারে – কৃষ্ণচন্দ্র মজুমদারের সমব্যাথী।
  41. চুল তাঁর কবেকার অন্ধকার বিদিশার নিশা – বনলতা সেন, জীবনানন্দ দাশ
  42. জনতার সংগ্রাম চলবেই, আমাদের সংগ্রাম চলবেই। – সিকান্দার আবু জাফর।
  43. জন্মই আমার আজন্ম পাপ, মাতৃজরায়ু থেকে নেমেই জেনেছি আমি – দাউদ হায়দার।
  44. জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা হবে? মাইকেল মধুসূদন দত্ত।
  45. জন্মেই কুঁকড়ে গেছি মাতৃজরায়ন থেকে নেমে, সোনালী পিচ্ছিল পেট আমাকে উগড়ে দিলো যেন- শহীদ কাদরী।
  46. জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে। – জন্মেছি এই দেশে। সুফিয়া কামাল।
  47. জোটে যদি মোটে একটি পয়সা, খাদ্য কিনিও ক্ষুধার লাগি, দুটি যদি জোটে, ফুল কিনে নেও হে অনুরাগী। সত্যেন্দ্রনাথ দত্ত।
  48. ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোটো এ তরী, আমারী সোনার ধানে গিয়েছে ভরি। – সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর।
  49. তাল সোনাপুরের তালেব মাস্টার আমি, আজ থেকে আরম্ভ করে চল্লিশ বছর দিবসযামী – আশরাফ ছিদ্দিকী।
  50. তুমি অধম তাই বলে আমি উত্তম না হব কেন?- বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা (৩২তম বিসিএস প্রিলিমিনারি)
  51. তুমি আসবে বলে হে স্বাধীনতা সকিনা বিবির কপালে ভাঙলো, সিথির সিদুঁর মুছে গেল হরিদাসীর। – শামসুর রাহমান।
  52. তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা- শামসুর রাহমান।
  53. তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না কোলাহল করি সারা দিনমান কারো ধ্যান ভাঙিব না। নজরুলের বাতায়ন পাশে গুবাক তরুর সারি।
  54. তোমার মুখের দিকে আজ আর যায় না তাকানো, বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা- শামসুর রাহমান।
  55. তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি- রবীন্দ্রনাথের শেষলেখা কাব্যের কবিতা। (২৬তম বিসিএস প্রিলিমিনারি)
  56. থাকব নাক বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে/ কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘুর্ণিপাকে; সংকল্প কাজী নজরুল ইসলাম।
  57. দেবতারে যাহা দিতেপারি, দিই তাই প্রিওজনে, প্রিয়জনে যাহা দিতে পাই তাই দেব দেবতারে। রবীন্দ্রনাথ ঠাকুরের বৈষ্ণব কবিতা।
  58. দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুড়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়- আব্দুল হাকিম।
  59. ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা- দ্বিজেন্দ্রলাল রায়ের ধনধান্যে পুষ্পে ভরা।
  60. ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম- মোতাহের হোসেন চৌধুরী (৩৭তম বিসিএস প্রিলিমিনারি)
  61. নাই কিরে সুখ, নাই কিরে সুখ? এ ধরা কি শুধু বিষাদময়? যাতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে কেবলি কি নর জনম লয়- কামিনী রায়।
  62. নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা? স্বদেশি ভাষা, রামনিধি গুপ্ত।

Add a Comment