সপ্তাহের সাধারণ জ্ঞান: ২৭ জানুয়ারি, ২০১৯

প্রথমআলো থেকে-

* রাতকানা রোগ প্রতিরোধে কত সাল থেকে বাংলাদেশের শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে?
উত্তর: ১৯৯৪ সাল থেকে।

● যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের প্রথাগতভাবে কোন ভাষণটি দিতে হয়?
উত্তর: স্টেট অব দ্য ইউনিয়ন ।

● চিকিৎসাশাস্ত্র-বিষয়ক সাময়িকী দ্য ল্যানসেট-এর তথ্যমতে, ২০৫০ সাল নাগাদ পৃথিবীতে জনসংখ্যা কত হবে?
উত্তর: এক হাজার কোটি।

● বাংলাদেশের রপ্তানিমুখী জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠনের নাম কী?
উত্তর: এইওএসআইবি (অ্যাসোসিয়েশন অব এক্সপোর্ট ওরিয়েন্টেড শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশ)।

● কত সাল থেকে বাংলাদেশ জাহাজ রপ্তানি শুরু করে?
উত্তর: ২০০৮ সাল থেকে।

● বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন কর্তৃক ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বাড়ি তৈরির জন্য যে ঋণ দেওয়া হবে, তার নাম কী?
উত্তর: নগরবন্ধু।

● যুক্তরাষ্ট্রের সম্পদ গবেষণা প্রতিষ্ঠান ওয়েলথ এক্সের মতে ধনী বৃদ্ধির হারে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: তৃতীয় (অতি ধনী বৃদ্ধির হারে প্রথম)।

● ছাগলের দুধ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে কততম?
উত্তর: দ্বিতীয় (ছাগলের সংখ্যা ও মাংস উৎপাদনে চতুর্থ)।

● গবাদিপশু উৎপাদনে বাংলাদেশ বিশ্বে কততম?
উত্তর: ১২তম।

● ২০১৮ সালে পৃথিবীর সবচেয়ে বেশি তেল কোন দেশে উৎপাদিত হয়?
উত্তর: যুক্তরাষ্ট্রে।

● পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের প্রধানের নাম কী?
উত্তর: কিম জং ইয়াং।

● গরিব মানুষের বসবাসে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: পঞ্চম (ভারত প্রথম)।

● বিশ্বব্যাংকের লজিস্টিক পারফরম্যান্স ইনডেক্সের (এলপিআই) মতে, বন্দর সুবিধায় বর্তমানে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ১০০তম (আগে ৮৭তম ছিল)।

● যুক্তরাষ্ট্রে বর্তমান বিরোধী দলের নাম কী?
উত্তর: ডেমোক্রেটিক পার্টি।

● সম্প্রতি নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন কে?
উত্তর: আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী।

● রেস্তোরাঁর মান নির্ধারণে দেশে প্রথমবারের মতো গ্রেডিং পদ্ধতি চালু করেছে কারা?
উত্তর: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

● আন্তর্জাতিক দাতব্য গোষ্ঠী অক্সফামের প্রতিবেদন অনুযায়ী বিশ্বে নারীরা পুরুষদের চেয়ে কত শতাংশ কম আয় করেন?
উত্তর: ২৩ শতাংশ।

● পাটপণ্য বাদে তৈরি পোশাকসহ অন্যান্য রপ্তানিপণ্যে দশমিক ৬০ শতাংশ থেকে কমিয়ে দশমিক ২৫ শতাংশ করা করের নাম কী?
উত্তর: উৎসে কর।

● সবশেষ কখন ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচন অনুষ্ঠিত হয়?
উত্তর: ৬ জুন, ১৯৯০ সালে।

● ‘সব কটা জানালা খুলে দাও না’ এবং ‘সেই রেললাইনের ধারে মেঠো পথটার পাড়ে দাঁড়িয়ে’ গান দুটির সুরকার কে?
উত্তর: আহমেদ ইমতিয়াজ বুলবুল।

● আহমেদ ইমতিয়াজ বুলবুল কোন ক্ষেত্রে অবদানের জন্য একুশে পদক পেয়েছেন?
উত্তর: সংগীত।

● জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গুরুত্বপূর্ণ প্যারিস চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উত্তর: ১২ ডিসেম্বর, ২০১৫ সালে।

● বিশ্বে সবচেয়ে বড় আকারের সামরিক বাহিনীর নাম কী?
উত্তর: চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)।

● চা উৎপাদনে বর্তমানে বাংলাদেশ বিশ্বে কততম?
উত্তর: নবম (প্রথম চীন)।

● গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল কত বছর বয়সে, মহান মুক্তিযুদ্ধে কোন সেক্টরে যুদ্ধ করেছিলেন?
উত্তর: সাড়ে ১৪ বছর বয়সে, ২ নম্বর সেক্টরে।

Add a Comment