জানুয়ারি-২০১৮ থেকে ডিসেম্বর-২০১৮

From- Zakir’s BCS specials- ★মেহেদী হাসান জিম★


★★★২০১৮ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কারেন্ট এফেয়ার্সে থাকা কম্পিউটার ও তথ্য প্রযুক্তির গুরুত্বপূর্ন প্রশ্নসমূহঃ

১। দেশের প্রথম টেকনোলজি পার্ক ‘শেখ হাসিনা সফটোয়ার টেকনোলজি পার্ক’ অবস্থিত- যশোরে। উদ্বোধন হয় ১০ ডিসেম্বর, ২০১৭।

২। মতিঝিল-আবদুল্লাহপুর রুটে চালু হয়েছে ‘র্যা পিড পাস’। র্যা পিড পাস তৈরি করে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (DTCA)। ডাচ বাংলা ব্যাংক ও BTRC এর কাউন্টার থেকে এই কার্ড সংগ্রহ করা যাবে। কার্ডের প্রাথমিক মূল্য ৪০০ টাকা

৩। ‘ডাক টাকা’ মোবাইল ব্যাংকিং সেবা চালু করেছে –ডাক বিভাগ। টাঙ্গাইলের বাসিন্দা মর্জিনা বেগনের মোবাইল নাম্বারের হিসাব খুলে এ সেবার উদ্বোধন করা হয়। এটি একটি ডিজিটাল ওয়ালেট।

৪। IFLIX বাংলাদেশে যাত্রা শুরু করে ৫ নভেম্বর, ২০১৭

৫। ‘ব্যাংকিং ইনফরমেশন’ এপস চালু করে বাংলাদেশ ব্যাংক।

৬। ‘এরিকা’ রোবটটি হচ্ছে জাপানের মানবসদৃশ একটি রোবট, যা টেলিভিশনে মানুষের পরিবর্তে সংবাদ উপস্থাপক হচ্ছে।

৭। ১৯শে ফেব্রুয়ারি, ২০১৮ সালে 4G সেবার যুগে প্রবেশ করে বাংলাদেশ।

1G চালু হয় ১ ডিসেম্বর ১৯৭৯ সালে জাপানে, বাংলাদেশে চালু ১৯৯৩ সালে।
2G চালু হয় ১ জুলাই ১৯৯১ সালে ফিনল্যান্ডে, বাংলাদেশে চালু ১৯৯৭ সালে।
3G চালু হয় ১ অক্টোবর ২০০১ সালে জাপানে, বাংলাদেশে চালু ১৪ অক্টোবর ২০১২।
4G চালু হয় এপ্রিল ২০০৬ দক্ষিণ কোরিয়ায়, বাংলাদেশে চালু ১৯শে ফেব্রুয়ারি, ২০১৮।
4G ১৮০টি দেশে চালু আছে। সর্বোচ্চ গতি সিঙ্গাপুরে ৪৬.৬৪। বাংলাদেশের গতি ২.১ mbps.

৮। বিশ্বের প্রথম 5G স্মার্টফোন ‘হুয়াওয়ে ব্যালং ৫জি০১’। হুয়াওয়ে হচ্ছে চীনা প্রতিষ্ঠান।

৯। অর্থনৈতিক সমীক্ষা-২০১৮ অনুসারে বাংলাদেশের মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৮.০৮ কোটি।

১০। ‘অবজেক্ট পিকিং রোবট’ উদ্ভাবন করেছে বাংলাদেশের ইসলামী বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের এক শিক্ষার্থী।

১১। ‘মোমো’ হচ্ছে একটি সুইসাইড গেম। জাপানের একটি স্পেশাল ইফেক্ট সংস্থা ‘মোমো’ নামে একটি পাখি তৈরি করে। সেটির ভয়াল চেহারা থেকে মোমো গেম তৈরি করা হয়।

১২। বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু হয়েছে জার্মানিতে। ফরাসি সংস্থা আলস্টম এ ট্রেনটি তৈরি করেছে।

১৩। হাতে পরা স্মার্টফোন বাজারে এনেছে চীনা স্মার্টফোন প্রতিষ্ঠান নির্মাতা ZTE।

১৪। বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র লেজার প্রিন্টারের নাম ‘এইচপি লেজারজেট প্রো এম১৫এ’। এর গতি ১৮ পিপিএম। এর সর্বচ্চ রেজ্যুলেশন ৬০০x৬০০x১ ভিপিআই।

১৫। রানি প্রথম এলিজাবেথের ছবি ও ব্যবহার্য নানা দ্রব্য দিয়ে তৈরি করা হয়েছে ‘কুইনবট’ রোবট।

১৬। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার হলো সামিট। সামিট তৈরি করেছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় শক্তিশালী সিয়েরা। এটাও বানিয়েছে যুক্তরাষ্ট্র। সামিটের ক্ষমতা ১৪৩.৫ ও সিয়েরার ক্ষমতা ৯৪.৬ পেটাফ্লপ। তৃতীয় হচ্ছে চীনের সানওয়ে তাইহুলাইট; যার ক্ষমতা ৯৩ পেটাফ্লপ।

১৭। চীনের শিনহুয়ার সংবাদ পাঠের মাধ্যমে যাত্রা শুরু হয় বিশ্বের প্রথম ভার্চুয়াল সংবাদ উপস্থাপকের। এটি তৈরিতে কাজ করেছে চীনা সার্চ ইঞ্জিন ‘সোগাউ’।

Add a Comment